কবিতা অষ্টসিদ্ধির ফল (২৫০তম কবিতা)
শম্পা ঘোষ
অপ্রাপ্তির বাসনা করে টলমল
ভাবনার চোখে দেখি বড় ছলছল।
একদিন মুখে ছিলো মিঠা পান ভরা
আজ কেনো সেই মনে জেগে ওঠে খরা।
পরিবেশ পরিচয় মুখ ফিরে থাকে
কে যেনো দাঁড়িয়ে আছে মোর ঘুরে বাঁকে।
নিশ্চিন্তে পথ চলি ভয় গেছে দূর
গলা দিয়ে গান আসে চেনা হয় সুর।
গন্তব্য কোথায় হবে কেউ জানি না
ছুটে চলে সময় তাই অনুমতি বিনা।
বৃত্তের বাহুডোরে কাটি নিকো কমা
মন তাই চলে যায় নেই কোনো সীমা।
ভূমিতলে মাথা গোঁজে ছোট্ট সে বাসা
ফুলে ফলে ভরে ওঠে বড্ড সে খাসা।
চেনা জানার মাঝে আজ শান্তিকে ভরি
আনন্দে জীবন কাটে আহা মরি মরি।
ভাবনার চৌকাটে জল দিই রোজ
খাতা ও কলম নিয়ে কবিতার খোঁজ।
যারে আমি জন্ম দিই রাখি ধরে বুকে
তাকে নিয়ে কেটে যায় সময়টা সুখে।
জন্মক্ষণে কেউ তারে দেয়নি উলুধ্বনি
আমার কবিতা তুই ওরে সোনামণি।
বেঁচে থাক সারাজীবন আমার এই মনে
তোরে আমি সাজাবো আলোর ভুবনে।
অষ্টসিদ্ধির ফল তুই কবজে বাঁধিলাম
আজ থেকে তোরে আমি গোটা মন দিলাম।
****************
************
********
****
!!!
!