কবিতা আমার মনে মনে
      শম্পা ঘোষ
                                  
কবিতা কে বুকে নিয়ে
দিবানিশি কাটে গিয়ে
       মনের সাথে মনের আলাপ
          ছলাৎ ছলাৎ হয় ছয়লাপ
কবির মনে কবিতার বাসা
আবেগ ভরা শব্দ ঠাসা
           কখনো কষা,কখনো রসা
         মনের ভিতর খেলছে পাশা
নয়কো জেতার কোনো আশা
লুকিয়ে থাকা সুপ্ত ভাষা।
               কবিতা যে মনের খুশি
             মনের ভিতর দিচ্ছে টুসি
শব্দ কখনো হয় না বাসি
মনের মধ্যে তাইতো ঠাসি
             লুচির মতো উঠবে ফুলে
               অনুভূতিরা মনকে ছুঁলে
লিখছি তাই মনটি খুলে
কবিতার আসরে দেবো বলে।