স্তব্ধ নিঝুম রাতে
কলম ধরি হাতে
ঘুম আসে না চোখে
অস্থিরতা বুকে
শব্দরা দেয় উঁকি
কি ভাবে যে রুখি?
মনের ইচ্ছা ভাসে
ভাষার ছন্দে মেশে
লেখায় ব্যথার আঘাত
খাতায় বাধায় ব্যাঘাত
সুখের ঝর্না ঝরায়
নানান কাব্য ধারায়
আবেগ উথলে ওঠে
কলম খানি ছোটে
যন্ত্রণারা বাঁচে
কবিতারই কাছে
অধিকারের দাবি
ভাষায় খোলে চাবি
দুঃখরা পায় প্রশ্রয়
কবির বুকে আশ্রয়
কবিতা একটি মন
কথা বলে সারাক্ষণ।
************
*********
******
***
এই কবিতাটি "স্থানীয় সমাজ সংবাদ"পত্রিকাতে পূর্বে প্রকাশিত হয়েছিল।