গদ্য যদি পদ্য হয়
থাকবো আমি কোথায়? এসেছে শরৎ হিমের পরশ
যাবে কেবল বৃথায়।
পিপাসা তুমি মেটাতে পারো
যে যার নিজের মত, প্রাণ জুড়াবে সেই জলেতে
তৃপ্তি পাবে যত।
শব্দটাকে জব্দ কোরে
তুলছে পাতায় কবি, পাঠ করে তাই মন ভরেনা
পাই না কোনো ছবি।
ছন্দ নাকি বড্ড অচল
বলছে নাকি সবাই? লিখতে গিয়ে মনটি আমার
ছন্দ নিয়েই ভাবায়।
কবিতা হয় ভাবের উদয়
করবে তারে সৃষ্টি, চিন্তা ভাবনা জমবে যত
হয় যে মনের তুষ্টি।
বিতর্কতায় বিভেদ বাড়ায়
বাড়ায় মতভেদ, কবির লেখায় জ্বলবে আলো
থাকবে অনেক তেজ।
কবিতা নিয়ে এই যে খেলা
কর এবার বন্ধ, জহুরী যেমন জহর চেনে
কেউ তারা নয় অন্ধ।
বন্দী পাখি মুক্তি পাবে
স্বপ্নে উড়াবে ডানা, অসীম আকাশ রয়েছে খোলা
কবির আছে জানা।
কত কিছু আসবে যাবে
ঢেউয়ের সাথে সাথে, নদী তবু বয়েই চলে
নিজের খেয়াল মতে।
ওই যে আকাশ এই যে বাতাস
ওই যে সূর্য কিরণ, কবিতা জানি ওদের সাথে
করবে বিচরণ।
*****************
************
*******