কবি দাদার পাঠশালা
                         শম্পা ঘোষ
    
       কবি দাদার পাঠশালাতে যায় না কেহই আজ
         করে ছন্দ নিয়ে সাধাসাধি মাত্রা ধরে কাজ
     পড়ুয়ার ভাই বড় অভাব সবাই গুগল নিয়েই ব্যস্ত
         ঝটঝটাপট লিখে ফেলে কবিতা একটা আস্ত
    তাই কবি দাদা মিইয়ে গেছেন তার ব্যাটারীতে নেই চার্জ।

           কবি দাদা এসব শুনে উঠলো দেখি খেপে
          লেখাতে এবার ধ্যান দাও মাত্রা গুণো মেপে
                     ছাত্রী তার দুষ্টু ভারি
                   তার সঙ্গে হয়েছে আড়ি
         রাগ থামাতে কবি দাদা খান যে পাকা পেঁপে।

          পেঁপে খেয়ে কবি দাদার পেট করে কলকল
           হজম ক্ষমতা এতই দ্রুত এমন পাকা ফল?
                   খিদের চোটে খান যে মুড়ি
                       আছে তার মস্ত ভুড়ি
           হাঁটলে পরে শরীর জুড়ে করে যে থলথল।

           তবুও বলি কবি দাদা সত্যি শিক্ষা দিতে চান
         কবিতা তোমার হবে ভালো বাড়বে লেখার মান
                   তাই পাঠশালা আজও খোলা
                     বসে বসে খান যে ছোলা
           মাঝে মাঝে চোখ ঘুরিয়ে এদিক ওদিক চান।

           ও কবি দাদা ও কবি দাদা কেমন আছো তুমি?
            আমি তোমার দুষ্টু ছাত্রী নামটি আমার রুমি
                      পেরিয়ে গেছে অনেক দিন
                       কবি দাদা এখন প্রবীণ
           পাঠশালাটা রয়েছে আজও হয়েছে একটু দামি।

                        *************
                              ******
                                  **
                            "৪-১০-১৯"