কবি দাদার পাঠশালা
শম্পা ঘোষ
কবি দাদার পাঠশালাতে যায় না কেহই আজ
করে ছন্দ নিয়ে সাধাসাধি মাত্রা ধরে কাজ
পড়ুয়ার ভাই বড় অভাব সবাই গুগল নিয়েই ব্যস্ত
ঝটঝটাপট লিখে ফেলে কবিতা একটা আস্ত
তাই কবি দাদা মিইয়ে গেছেন তার ব্যাটারীতে নেই চার্জ।
কবি দাদা এসব শুনে উঠলো দেখি খেপে
লেখাতে এবার ধ্যান দাও মাত্রা গুণো মেপে
ছাত্রী তার দুষ্টু ভারি
তার সঙ্গে হয়েছে আড়ি
রাগ থামাতে কবি দাদা খান যে পাকা পেঁপে।
পেঁপে খেয়ে কবি দাদার পেট করে কলকল
হজম ক্ষমতা এতই দ্রুত এমন পাকা ফল?
খিদের চোটে খান যে মুড়ি
আছে তার মস্ত ভুড়ি
হাঁটলে পরে শরীর জুড়ে করে যে থলথল।
তবুও বলি কবি দাদা সত্যি শিক্ষা দিতে চান
কবিতা তোমার হবে ভালো বাড়বে লেখার মান
তাই পাঠশালা আজও খোলা
বসে বসে খান যে ছোলা
মাঝে মাঝে চোখ ঘুরিয়ে এদিক ওদিক চান।
ও কবি দাদা ও কবি দাদা কেমন আছো তুমি?
আমি তোমার দুষ্টু ছাত্রী নামটি আমার রুমি
পেরিয়ে গেছে অনেক দিন
কবি দাদা এখন প্রবীণ
পাঠশালাটা রয়েছে আজও হয়েছে একটু দামি।
*************
******
**
"৪-১০-১৯"
খুবই ভালো লেগেছে কবি।ভালো থাকুন সদা ।
শুভ কামনা কবি দি
মিছি মিছি কী এক ভাঁড়ামি
পাঠশালা আজ কর্মশালা
তাই হয়েছে দামী ।
দারুণ রসবোধে জীবন অধ্যায় । চিরকালীন যৌবন ।
অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই, ভালো থেকো ।
ধন্যবাদ অশেষ
রম্য হলেও সত্যতায়
কবি দাদার পাঠশালাতে ভর্তি হতে চাই!
অনেক সুন্দর কবিতাটি।
প্রাণ আছে বলতে হয়!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
আমরা বাঙালি,
কলেজে ভর্তি হয়েই
নামের আগে বসাই
দুই অক্ষরের কবি।
পাঠশালাতে গুরু মশাই
করুক ডাকাডাকি
না হয় দিলাম আমরা সবাই
ব্যাকারণেই ফাঁকি।
বেশ বহুল চর্চিত বিষয়, আমিও পাঠশালায় যাইনি কোনদিন।
প্রিয় কবিবোনকে জানাই শুভেচ্ছা নিরন্তর।
এখন অনেকটাই সুস্থ, বিধি নিষেধ শিথিল।
তাই আবার সবার সাথে, আসর মাঝে।
অসাধারন এই কবিতার
মুগ্ধ পাঠক আমি
শুভেচ্ছা দিবসযামী।
কবিতা খানা পরে লাগলো ভালো !
প্রিয় কবিকে অনন্ত শুভেচ্ছা রইলো
!থাকুন আপনি এখন ভালো !
জীবনবোধের, সুন্দরে কাব্যভাবে, রম্য কাব্য ব্যক্ত , "কবি দাদার পাঠশালা" , মুগ্ধ ।
শুভসন্ধ্যা , প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে অশেষ শুভেচ্ছা জানাই, ভাল থেক সদা ।
অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচছা, প্রিয় কবি।
ভীষণভাবে অভিভূত হলাম প্রিয় কবি।
খুবই ভালো লিখেছেন, শুভ কামনা রইল।