কিসের ভয়
শম্পা ঘোষ
ও,দিদি একটা কথা বলবো
তুমি তো এই সংসারে অনেক দিন
এই বাড়ির প্রতিটি কোনা তোমার চেনা
হাল ধরেছো,সেই প্রথম থেকেই
এক কথায় তুমিই সম্রাজ্ঞী...
যে দিন আমি প্রথম পা দিলাম
তুমিই তো বরণ করলে
তবে,তোমার বরণডালার ঠোকা
আর তাকানোটা
যেন কেমন কেমন...
আমার প্রতিটি কাজেই
খুঁত ধরো আজ...প্রচার করে বেড়াও...
ও,দিদি তুমি তো আমার চেয়ে
অনেক বড়...কি বয়সে,কি অভিজ্ঞতায়...
তবে,কেনো ছোটো বোন ভেবে
কাছে টেনে নিতে পারো না...
তোমার কিসের ভয়!
এই সংসার তোমারই...
ওই চাবি গোছা তোমার আঁচলেই মানায়...
******************
****************
************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
ঁঁঁঁঁঁঁঁঁ
???
?