১)...অক্সিজেন আর ফুসফুসের
বন্ধুত্ব অপার নিঃস্বার্থ...
শুধু বাদ সাধে হিংসুটে জীবাণুরা,
সহ্য করতে পারে না
তাই শত্রুতা করেই বসে।
(২)...সুন্দর ফুল আর সুন্দর মুখ কেনো যে টানে?....
চোখ নিজেও জানে না!
মন...মনে মনে বলে যদি...
দুটোই থাকতো আমার সাথে।
(৩)...জিভ শুধু স্বাদই নেয়, সেটাই কেনো মূল্য পায়...
সে যে কথা বলতে সাহায্য করে
কেনো তা আগ বাড়িয়ে বলে না?
(৪)...নেতা...নে এবার তা...তবে তা না দিয়েই
পালন করতে চায় আস্ত ছানাদের,
ঠিক ওই কোকিলের মত!
চালাকি করে ফোকোটে সব কিছু পেলে
কুহুকুহু ডাক দিয়ে
মন জয় করে নেবো,
এই তো নীতি,
ব্যাটা কাক...কা...আর...ক...মর এবার
কা...কা...করে।
(৫)...দেখবেন কিছু কিছু মানুষের উদ্বেগ
ঠিক পুকুরের জলের মত...
বৃষ্টি পেলে ফুলে ওঠে,
বাতাস এলে উথলে ওঠে,
আবার যাকে তায়...
খরা লাগলে শুকিয়ে খটখটে,
তখন বোঝাই ভার এটা কি ছিলো?
শুধু বেশ কিছুটা জায়গা জুড়ে
গর্তের দাগ।
***********
*******
!!!!!
*
"২-১২-২১"