ক্ষুদে খুদে থালা ভরে(তৃতীয় পর্ব)
শম্পা ঘোষ
(১)...অনুকরণ করেও যে বাঁচা যায়....
জেনেরিক তার জলন্ত প্রমাণ,
শুধু ছাড়পত্র পেলেই হলো,
বাজারে ছেড়ে দাও।
(২)...মানুষ শুধু তুলনা করেই চলে...
কিন্তু তুমি,আমি তো ভিন্ন,
সেটা কেনো বোঝে না।
(৩)...হাসি আজকাল বড়ই দুষ্প্রাপ্য...
এই শব্দটাই একদিন
মুখ থেকে ঝরতে ভুলে যাবে।
.(৪)..কান্না আর বৃষ্টির মধ্যে কিছুই তফাৎ দেখি না...
সবই জমানোর ফল,
যখন পারে না আর রাখতে দেয় ঢেলে।
(৫)...এক সময় খুদকে অবজ্ঞা করা হত ...
আভিজাত্য বাসমতী,গোবিন্দ ভোগের
সে কি অগাধ প্রভাব
বিত্তবান বাড়ির প্রতিটি থালায়...
কিন্তু এখন খুদ দিয়েও
ডেলিকাসি বানানো হয়...
সবাই চাকতে চায়,
সবই পাল্টে যায়,
ওই ঘড়ির কাঁটার মত।
("২-৬-১৮")
************************
******************
********
****
**
!