খুড়োর দশা
দেখো দেখো খুড়োর দশা এ কি হয়েছে হাল
স্বপ্ন এখন গেছে ছুটে খুড়ো বাঁচায় পিঠের ছাল
বিছানা থেকে মারলো লাফ
করবো না আর কোনো পাপ
খুড়ো বলে প্রাণকে বাঁচাই, স্বপ্ন দেখবো কাল।
কি কপাল
খুড়োর আবার চোখের ব্যামো খালি এক চোখ যায় বুজে
তাই চোখের পাতা বন্ধ করে চোখ মারে মাঝে মাঝে
সুন্দরীরা হাঁটলে পরে
খুড়োর ব্যামো আরো বারে
রেগে গিয়ে সবাই বলে খুড়োর স্বভাবটা বড্ড নাকি বাজে
লে হালুয়া
খুড়ো আজ পান চিবিয়ে খুড়িকে দিচ্ছে ভীষণভাবে ধমক
খুড়ি তখন গলা হাঁকিয়ে বলে তোমায় দেবো এবার চমক
ডিভোর্সটা করবো ফাইল
কোর্টে তোমাকে করবো কাহিল
শুনে খুড়োর প্রেসার করলো ফল দিতে হলো এক চিমটে নমক।
********************
****************
***********
*******
***
!