ক্ষুদে খুদে থালা ভরে(ষষ্ট পর্ব)
শম্পা ঘোষ
(১)...মোহনায় পৌঁছাতে গেলে,
স্রোত তো থাকতেই হবে।
(২)...ক্ষয়ে যাওয়া দুই পার,
ব্যথা নিয়ে যায় সরে।
(৩)...শুধু ঘেমে ওঠে বিবাগী মন,
স্বপ্নরা যখন মাঝপথে গন্তব্য হারিয়ে ফেলে।
(৪)...মনের দেউড়ির নিরাপত্তার জন্য খিল দিয়ে রাখতে হয়-
কারণ কখন কে, না বলে ঢুকে পরে।
(৫)...আয়না তোমাকে দেখে,
না তুমি আয়নাকে দেখো।
*********
****
*
"৪-১০-২২"