ক্ষুদে খুদে থালা ভরে(ষষ্ট পর্ব)
শম্পা ঘোষ
(১)...মোহনায় পৌঁছাতে গেলে,
স্রোত তো থাকতেই হবে।
(২)...ক্ষয়ে যাওয়া দুই পার,
ব্যথা নিয়ে যায় সরে।
(৩)...শুধু ঘেমে ওঠে বিবাগী মন,
স্বপ্নরা যখন মাঝপথে গন্তব্য হারিয়ে ফেলে।
(৪)...মনের দেউড়ির নিরাপত্তার জন্য খিল দিয়ে রাখতে হয়-
কারণ কখন কে, না বলে ঢুকে পরে।
(৫)...আয়না তোমাকে দেখে,
না তুমি আয়নাকে দেখো।
*********
****
*
"৪-১০-২২"
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
সুন্দর।
শুভেচ্ছা নিরন্তর।
ভাল থাকুন সব সময় এবং আপনার মতন করে।
অসাধারণ ও মনকাড়া!
অসামান্য প্রতিটি সম্মানিত কবি!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
রূপকে জীবনবোধের চমৎকার কাব্য !
মুগ্ধ হলাম প্রিয় কবি ! অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল কবিতার পাতায় । শুভ রাত্রি ।।
অল্প কথাতেই বৃহৎ কে বোঝাতে হয়।
কাব্য কলির অর্থ গুলো খুব ভালো হবে ব্যাখ্যা করলে।
সব সময় ভালো থেকো আর এমন লিখে আনন্দ দিয়ে যেও।
অনেক অনেক ভালোবাসা রাখলাম তোমার জন্য। সবাই কে নিয়ে ভালো থেকো।
শুভ যামিনী।
চমৎকার রূপক কাব্যের আদলে
তুলে ধরলেন প্রিয় কবি।
খুব, খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক-অনেক শুভ কামনা রইল।
শুভেচ্ছা জানবেন ,প্রিয় কবি।
শুভরাত্রি , অশেষ অশেষ শুভেচ্ছা , প্রবুদ্ধ প্রিয়কবি ভগিবীকে জানাই । ভাল থেক সদা ।