ক্ষুদে খুদে থালা ভরে
শম্পা ঘোষ
(১)...লতারা চায় জড়িয়ে ধরার অবলম্বন,
ঘর চায় মাথার উপর ছাদ,
আর মানুষ কি চায়?
তার আবার হিসাব হয় নাকি?
(২)...সত্যকে নিয়ে কাটা ছেঁড়া হতে হয়?
তার মর্ম অর্থ এখনো অজানায়
রয়ে গেলো।
(৩)...সত্যের ডিএনএ এখনো অজানা...
কিন্তু মিথ্যার ডি এন এ রন্ধে রন্ধে,
এর জন্য কোনো ডট.কম তৈরী হয়েছে কি?
(৪)...শান্তিতো মনের ছায়া...
যা ধুপের জ্বালা থেকে আড়াল করে নিজেকে।
কজন বলতে পারে বুক চাপড়ে
আমার গায়ে ধুপের আভাস লাগেনি।
(৫)...চিন্তা কি ছেড়ে যায় কখনো?
সে তো কুয়ো কেটে বসে থাকে
মনের গভীরে...
শুধু সময়মত নিঃস্বরণ...
খরার বুকে অহরহ ক্ষরণ।
**********
*****
*
(১-৩১-২২)