ক্ষুদে খুদে থালা ভরে (দ্বিতীয় পর্ব)
   শম্পা ঘোষ

(১)...একটা চাষীর কাছে
                    মাটি ই তার রক্ত
          ফসলই তার শিরা
                যদি কেউ কেটে দেয়
  সে বাঁচবে কেমন করে?

(২)...সাম্যতা আনা কি এতই সহজ
           যেখানে হাতের পাঁচটি আঙুলই সমান নয়।

(৩)...আইন সবার জন্য...
              তবুও আজও মানুষ পরে আছে
        সমাজের নীচে...
                  যাদের ছুঁলে বিচার হয়।

(৪)...আইন সদাই সত্য কথা বলে...
              তবে অপরাধীরা বিরাজ করে বাইরে,
ঘুরে বেড়ায় বহাল তবিয়তে বুক ফুলিয়ে...
              চোখে পট্টি ও দাড়িপাল্লার হেরফের-
সবই তো মানুষের হাতে
                   শুধু দাঁড়িয়ে দেখা।

(৫)...কাল আর আজ কত তফাত...
                   একটা ফুরিয়ে গেছে
       আর একটা ফুরিয়ে যাবে বলে
                      করে আর্তনাদ।

(৬)...হাসির ফারাক বদলে যায়...
      যখন তোমার ছিলো না টাকা
            আবার যখন তোমার হয়েছে টাকা
ধরা পড়ে যায় প্রতিটি হাসিতে।

(৭)...মন তরল না গরল...
           সবই তো তোমার উপর নির্ভর,
সব জেনেও গরলটাকে কেনো বাছে?
       তরলের ইতিহাস হয় না-ও তো জলের স্বভাব
অন্যটাই ইতিহাস গড়বে বলে-কুকর্মে উঠবে নাম....
  তাইতো মীরজাফরের নাম উঠে আসে বারবার।


(৮)...না দেখে বিচার কোরো না...
       একটু ঘষে নাও
দেখবে চন্দনের মত সুগন্ধও
বেরোতে পারে।

(৯)...লজ্জারা কেনো উবে গেলো...
কারণ সেই ঘোমটাই নেই।

         **********************
             *****************
                   ***********
                      ********
                          !!!!!!!
                            !!!