খোলো খোলো দ্বার
শম্পা ঘোষ
মন আজ মনমরা
নেই সেই রমরমা
লিখছি তো মন দিয়ে
দিচ্ছি তো রোজ জমা।
তখন তো বেশ ছিলো
সবাই তো আসতো
আজ কেনো দেখি না
সকলে কি ব্যস্ত।
থোড় বড়ি খাড়া
খাড়া বড়ি থোড়
লিখতে লিখতে
হয়ে গেছে ভোর।
হাতেতে কলম
মাথাতে চিন্তা
ভাবনাটা হয় যেনো
নিজে সব জান্তা।
ন্যায় নীতি চাখনা
মনোনীত ভাবনা
খাঁচা থেকে দেয় ছেড়ে
উড়ে সে যাক না।
জড়িবুটি ট্যাবলেট
কোনটাতে জাগবে
ডোজ যদি বেশি হয়
মাথা তো ঘুরবে।
ভুরিভুরি ঝুড়িঝুড়ি
শব্দরা ছুটছে
কাকে ছেড়ে কাকে ধরি
মনটাকে খুঁটছে।
কান আছে কান দাও
দেওয়ালটা থাকনা
দরজা রয়েছে খোলা
বেরিয়ে সব আয় না।
**********
*******
****
*