খোলের বোল
শম্পা ঘোষ
মনের সীমা দাড়ি কাটে
অবেলা মনের ঘাটে
যায় যে সময় লাটে
বেচেই চলে জীবন হাটে।
হাটে হাড়ি ভেঙ্গে গেলে
বেচবে তুমি কি বা বলে
ভরবে তোমার চোখের জলে
যদি তোমার চোখটি খোলে।
খোলের ভিতর ছানাপোনা
ক্ষুধায় কাটায় নেইকো দানা
ভাগ্য তার বড়ই কানা
কোথায় পাবে দুটি আনা।
আনা আনা করে পাগল
বাজাস না দুটি বগল
মাটিতে মার না শাবল
তুলে নে একটি খাবল।
খাবলের যত্ন করিস
খরাতে হবে বারিষ
মাথাতে ছাতা ধরিস
ঝরবে তখন কত হরিষ।
হরিষ ক্ষেতে নাচনা ভুলে
হরি বলে হাতটি তুলে
দুঃখ তোর যাবে চলে
সুখ খুঁজে নে পদ্ম ফুলে।
পদ্ম ফুলে ভ্রমর বসে
দেখে মন কেনো হাসে
ভাবনার অবকাশে
জীবনকে ভালোবাসে।
ভালোবেসে হও গো খুশি
মুখে রাখো সদাই হাসি
মনে মনে বাজাও বাঁশি
তার সঙ্গে ঢোল ও কাঁসি।
কাঁসিতে মারো কাঠি
গায়ে মাখো হরি মাটি
মনের ভিতর পরিপাটি
জীবনটা হবে খাঁটি।
*********
*******
****
**
*