খিদে খিদে বড় খিদে
শম্পা ঘোষ
চটা পড়া আনন্দ
দূর থেকে বলে
শান্তি কি ফিরে পাবে
ডুব দিলে জলে?
ঝরঝরে বিনিময়
লোভ বাঁধে বাসা
অহংকার,দুর্জয়
খেলা করে পাশা।
দম দম আলুর দম
লুচি ভরা পাত
রাতে রাতে ধান্দা
হাত মেলায় হাত।
ধুলো,বালি,কাঁকরে
কত মাতামাতি
চুপিসারে উবে যায়
ফুঁ দেওয়া বাতি।
পেট মোটা বাহাদুর
গোঁফ পাঁকায় রোজ
কার ঘরে কি আছে
নিতে থাকে খোঁজ?
তড়িঘড়ি বেড়ে চলে
গোলাকার গোলা
ব্যাংকে জমছে টাকা
তোলা দিয়ে ফোলা।
দুর্নীতির হলো ফাঁস
গমগমে তথ্যে
জল ঢেলে দিলো কে
শিয়ালের গর্তে।
শাক দিয়ে মাছ ঢাকার
হলো বহু আয়োজন
ওকে দোষ দিও না
ও যে বড় প্রিয়জন।
হাঁসেরা শ্বাস নেয়
তবে এবার বাঁচলো
মুরগীরা খোল ছেড়ে
গা ঝেরে নাচলো।
ওরে ওরে থামা তোদের
নাচিস না আর ভাই
ওদের খিদে খিদে বড় খিদে
খালি করে খাই খাই।
**************
*******
***
"৭-১২-২২"