খেয়াল
শম্পা ঘোষ
ছন্দ যখন বন্ধ ঘরে
খুঁজছে বসে জোছনা,
ভাবনা তখন রক্ত ঝরায়
কাটছে বসে গোটা পোনা।
যুক্ত স্বরে মুক্ত করে
ভাতের হাড়ির ফেন ঢালে,
নরম গরম হাতের ছোঁয়ায়
সেদ্ধ হোলো সেই চালে।
খিদের মোচড় হচ্ছে গোচর
থালা সাজিয়ে যেই বসা,
হঠাৎ করে পড়লো মনে
মাংসো নেইতো কষা কষা।
অপূর্ণতায় ভুগছে বিষয়
বস্তুটারই কান ধরে,
শব্দটাকে জব্দ করে
চাইছে যাতে মন ভরে।
চাটনি ভাষা বড্ড খাসা
মিক্সড ফ্রুটে হাত চাটে,
আজ দুনিয়ায় খুশি মুনিয়া
বেরিয়ে আসে তাই ঠোঁটে।
মুখশুদ্ধির ক্রিয়কলাপে
বিকল্পটাই জমকালো,
কার কাহিনী মূল্য পাবে
বলবে ওরা খুব ভালো।
মুক্ত হৃদয় যায় বলে যায়
লেখার আবার দল আছে,
এই না শুনে ডাকলো পাখি
সুর তুললো গাছে গাছে।
মননে ভাই দিচ্ছি তালিম
কন্ঠ মেলায় রোজ প্রাতে,
আলোয় আলোয় পড়লো শোভা
সরগমটা লই সাথে।
জানালাটা দিই খুলে দিই
রঙিন করবো জীবনটা,
দেখি ফুরুত করে পালিয়ে গেলো
আমার খাম খেয়ালী মনটা।
***********
****
*
"৬-১৪-২২"
এরই নাম জীবন ।
একই পুরের পথিক সবাই
কোনটা ফেলি কোনটা গোছাই
আধ কামড়ে লাইন লাগাই
খুশি নয় অল্পে সবটা চাই।
আন্তরিক শুভেচ্ছা রইল বোন, ভালো থেকো নিরন্তর।
রূপকে জীবনবোধের চমৎকার এক মনমুগ্ধকর কাব্য ! মুগ্ধ হলাম প্রিয় কবি ! অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল কবিতার পাতায় ।
শুভ কামনা রইল শ্রদ্ধেয় বরেণ্য জ্ঞানবান কবি ।
চুপটি এঁকে রেখা
খুলে বুকের রুদ্ধ রাখা দ্বার,
নিয়ম মেনে চলি
সবার কথাই বলি
খুঁজতে কি চাই রাখলো কে আবদার!
অনেক সুন্দর উপমায় রূপক কবিতা প্রিয় কবি!
মুগ্ধতা সহ শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।
আমি বলি করতে চাইলে চচ্চরি বা ছেঁচকা ; সঠিক টিকার কলকে সাজ - গড়গড়ির গুরুগুরু, দেয় না মোটেই ঝটকা ।
অন্ত্যোমিলে গুলতি ঢিলে পারলে আম, পড়েনি কাঁঠাল কিংবা কালোজাম ; খামখেয়ালি
বদখেয়ালে ফেলোনি ঘাম ।
অনেক কথাই আঁচড় টেনে এক খেয়ালে বলা বেশ শ্রুতিমধুর ।
অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই, ভালো থেকো ।
হচ্ছে কাদের মুণ্ডুপাত?
খাওয়ার শেষে ঢেঁকুর তুলে
কিলবিলিয়ে লেখা আসে।
অবশেষে হাই টা তুলে
দুচোখ ভরে ঘুমটা এলে
কল্পনা সব ফুরুৎ করে
জানলা দিয়ে যায় পালিয়ে।
প্রিয় কবিবোনের লেখা সততই বেশ জমকালো ছন্দে হয়। এটিতেও তার অন্যথা নয়। সৃজন অনবদ্য।
প্রিয় কবিবোনকে জানাই অন্তহীন শুভেচ্ছা।
অনেক অনেক শুভেচ্ছা, প্রিয় কবি।
শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি।
অপূর্ব শৈলীতে কাব্যভাব প্রকাশ , মুগ্ধ ,
শুভসন্ধ্যা , প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে হার্দিক শুভকামনা । ভাল থেক সদা ।
অন্ত্যমিলের দারুন ছন্দে মুগ্ধতা রেখে গেলাম।
খুব, খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।