কে বাজায় বীণ
শম্পা ঘোষ
দৃষ্টি ছুঁতে চায় ওই অসীমের টানে
এটা কি সম্ভব চোখ কেনো তবে বলে;
মন বলে হয় হয় যাবো ওই পানে
দর্শনের পরিভাষা কল্পনার ফলে!
জেগে ওঠো ওগো নয়া ভাবনার তানে
ভালোবাসার শিহরণে কে যেনো দোলে?
এর কি পরিণাম কেউ জানে না মানে
সানাইয়ের সুর বাজে যে কোন ছলে?
বধূরূপে পরিচয় হবে একদিন
আঁচলেতে বেঁধে নেবে চাবি একগোছা,
সঃসারের ছাউনিতে খুশির ঋণ
জীবনের সাহারায় বিশ্বাসের মাচা,
মন কেনো বারবার দিয়ে চলে খোঁচা
অনন্ত প্রেমের তরে কে বাজায় বীণ?
************
******
***
!
"৫-৫-২০"