কেনো এমন হয়
শম্পা ঘোষ
স্নেহ আর ইগো(অহং)
এক সঙ্গে বিবেচনা
করা উচিৎ নয়...
ভাইপো,জ্যাঠামশাইয়ের
ভুল ধরিয়েছিলো বলে-
সারাজীবন তোর মুখ দেখবো না,
তোর হাতের জল স্পর্শও করবো না;
এই শপথ নিয়ে
জীবনের বহুবছর কাটিয়ে দিলেন...
এমন কি ভাইপোর বিয়েতে এসে
নব দম্পতীকে আশীর্বাদও করলেন না...
অবশেষে একদিন জ্যাঠামশাই হলেন শয্যাশায়ী,
মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শুনে-
ভাইপো ছুটে গেলো...
শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে-
জ্যাঠার হাতটা উঠে গেলো ভাইপোর মাথায়,
"দু"চোখে গড়িয়ে এলো জল,
বলতে চাইলো অনেক কিছু,
চাইলো একটু জল,
ভাইপোর হাতে জলটি খেয়ে-
বন্ধ করলো চোখ,
স্তব্ধ হয়ে গেলো সব,
শুধু স্মৃতির পাহাড় রেখে গেলো,
কেনো এমন হয়?
*******
****
*
"১-৮-২১"