ক্যামনে যাবে বন্দরে
শম্পা ঘোষ
ধরার বুকে এ কেমন ভরা
হিংসা,ঘৃণায় লোলুপতায়
শুকনো মাটি কাঁকর ফাটা
বাড়ছে দেখি বাবলা কাঁটায়।
ঝলমলে দিন কেথায় গেলো
অন্ধকারের পাড় সীমানায়
মানুষ হাসে নকল বেশে
রাত বিরেতে ব্যস্ত হানায়।
লাল চক্ষু আগুন মাথা
খুবলে খুবলে খাচ্ছে সমাজ
ভালো মানুষ ঘুমিয়ে আছে
ঝাঁজ উবে যায় আস্ত পেঁয়াজ।
ছলচাতুরির বাহাদুরীর
পাইক পেয়াদা ঠাকুর মশাই
জ্ঞানের বস্তা বড় সস্তা
দায়ের চাপ মারছে কসাই।
আবোল-তাবোল বলছে ভুলু
কান পাতে না বিজ্ঞ ভানু
তার কথাতে সত্য ঝরে
আর সব যে বড্ড ঝানু।
কাঠফাটা রোদ জ্বালিয়ে মারে
বুক জুড়ানোর নেইকো ছাতা
ঝলসে গেছে ক্লান্ত শরীর
জল ছিটানোর পায় না দাতা।
খুন্তি হাতে কড়াই দখল
রাগ দেখিয়ে কষছে জোর
ছলকে পড়ে তেলের ছিটা
ফোসকা পড়লে কাটবে ঘোর।
বালতি ভরে গোবর জল
দিচ্ছে গোলা অন্দরে
নাও চলে না শুদ্ধ মনে
ক্যামনে যাবে বন্দরে।
***********
********
***
!