কে করলো এদের মৃত
          শম্পা ঘোষ

     কাটা ছেঁড়া করে কি লাভ
       সবই তো জীবন্ত লাশ
       কান পেতে শুনছো কি
     কখন বন্ধ হয়ে গেছে শ্বাস?

      তবুও চেষ্টা চালার ভান
    দেহ কেটে কেটে করে ফুটো
      যখন জীবিত ছিলো প্রাণ
     কেউ ভাত দেয় নি দুমুঠো।

      অপঘাতে মৃত্যু হচ্ছে দিন
       সময়কে নষ্ট করছে যত
       দাগের বিশাল কর্মরতা
     আগামী তারই হয় অনুগত।

     মর্গে মর্গে দাঁড়িয়ে কে বলে
       কে করলো এদের মৃত
    জবাব তো নেই কারোর মুখে
       পচা গন্ধ বের হয় যত।

     কারা ডিগবাজি দেয় দেখি
    কারা লাফিয়ে লাফিয়ে যায়
     ভবিষ্যৎ বলবে কি কথা
   চারিদিকে শুকনো পোড়া ছাই।

         ************
             ********
                 ****
                    !

"৮-১৬-২০"