কে খুলবে চোখ
শম্পা ঘোষ
চোখের সামনে ভুলটাকে না দেখে
সব সাগর সেঁচতে যায়,
এটা নাকি আজকের নীতি
বীজ বুনে বেড়ে ওঠে সেই প্রথায়।
চারিদিকে পাষন্ডের দল,
দূর্নীতিতে বাড়াচ্ছে বল।
সবাই দেখি স্বার্থ নিয়ে,
মেলাচ্ছে দুইয়ে দুইয়ে।
ব্যবসা দিয়ে ফাঁদটি পাতে,
জোট বেঁধে খুঁটি পোতে।
মতলব আঁটে নতুন নতুন,
জাদু খানি দেখায় রতন।
রতন এখন বড় ব্যস্ত,
জাল ফেলা আছে মস্ত।
ভেড়ি তার বাড়িয়ে চলে,
মাছ এসে খেলছে জলে।
কিলবিল করে লাফানি,
মাঝে মাঝে সে কি দাপানি।
বোঝে না জলের পোকা,
সাজানো সবই ধোঁকা।
কি ভাই তোমার চোখ কি অন্ধ,
কান দুটি সেও কি বন্ধ?
রহস্যটা পাই না খুঁজে,
সবাই তো সবই বোঝে।
বড় বড় লিখছে কথা,
ভরাচ্ছে যে যার পাতা।
*****************
************
******
**
"৫-২৪-২১"