কাতুকুতু
                 শম্পা ঘোষ

           প্রেমের এ কেমন দশা
           বসে বসে মারছে মশা।
         জ্যোৎস্না রাতে স্বপ্ন বোনে
        প্রেম বিলাবে কোন সে মনে।
          অকস্মাৎ ডাকলো প্যাঁচা
         মনের মধ্যে পড়লো খোঁচা।
         লাফিয়ে উঠে মারলো ঝাঁপ
          বুকের ভিতর ভীষণ চাপ।
            যৌবনেরই প্রথম ভাগ
           কে করতো তাকে রাগ?
         গোলাপ ফুলের মতই তাজা
          করতো নিয়ে এতই মজা।
          পেঁচি ডাকলে উঠতো চটে
        রাগ জমাতো ফোলানো ঠোঁটে।
            কথার কথা ঘুমিয়ে রয়
            আজকে হঠাৎ উদয় হয়।
            স্মৃতিটাকে আঁকড়ে ধরে
           হাতড়ে নিয়ে পাতায় ভরে।
           তার জীবনেও আবছা প্রেম
          কি যেনো তার ছিলো নেম?
          সেই সময়টা হারিয়ে গেলো
           কে বললো ঘুমাতে চলো?
           হঠাৎ করে ভাঙলো ঘোর
           অবশ মন পায় না জোর।
          গোপন কথা গোপনে থাক
         বাজিও না কেউ জোরে ঢাক।
        উঠতে গিয়ে লাগলো কোমর
          উড়ে গেলো স্মৃতির ভ্রমর।
         তাই ভাবিয়ে তোলে বারবার
        কেনো মনকে করে তোলপাড়?

             ************
                   ******
                   "১-১-২৩"