কানু আমাদের ইষ্টমন
শম্পা ঘোষ
জীবনটা তো বড্ড ছোটো
বাঁচার আনন্দ আসল মোটো
যদি হাসি নিয়ে বাঁচতে পারি
নাই বা থাকুক গাড়ি বাড়ি
তুমি এক মুঠো রোদ দাও না আমায়
আমি ভেজাবো তোমায় নীল জোছনায়
একই আকাশ মাথার উপর
তার নীচেতে করছি সফর
ভালোবাসায় হৃদয় ভরা
সবুজ শীতল শান্ত ধরা
সূর্যের নেই ভাগাভাগি
করি না কেউ রাগারাগি
পূবের মাঠে করে খেলা
পশ্চিমেতে পরে বেলা
চাঁদও বলে একই কথা
একই রূপ হেথা-সেথা
আঁচল ভরে জ্যোৎস্না কুড়াই
ভরে গেছে মাথার চূড়োয়
কদম গাছে দেবো দোল
ঝরঝরিয়ে পড়ছে বাদল
দুই সখীতে মাতাল হবো
মনের কথা খুলে কবো
ভিজছে কথা মনের ঘরে
জ্বালায় বড় রাত দুপুরে
দুই সখীতে কাব্য গড়ি
ভালোবাসার কদর করি
কানু আমাদের ইষ্ট মন
ঘুরছে তাই বিশ্ব ভুবন
তারই পিছন করছি ধাওয়া
ভুলে যাই তাই নাওয়া-খাওয়া
সখী আজ তবে ওঠা যাক
বাকী কথা তোলা থাক।
**********
*******
****
!!!
!
আসরবাসী পোড়ো সকলে
আমাদের কথা যা গেলাম বলে।
আজ এই পূণ্য তিথিতে রাখীবন্ধনের রাখী
সখ্যতার বাঁধনে আবার বাঁধলাম তোমাকে সখী(রীনা বিশ্বাস-হাসি)।তোমাকে দিলাম এই কবিতাখানি।
আসরের সকল সদস্যের প্রতি রাখীবন্ধনের শুভেচ্ছা রইল।