কাঁচির মাহাত্ম্য
   শম্পা ঘোষ

         দিনযাপনের মলাটটাকে
                    খুলি না আমি রোজ
                বাতাস এসে উল্টে দিলো
          বলে এবার খোঁজ।

      খুঁজতে গিয়ে ভাবি বসে
                  কোথায় করবো শুরু
              বুকমার্ক নেইকো কোথাও
         সব লাইনই দেখি সরু।

          সরু সরু দাগের মাঝে
                     মুছে যাওয়া স্মৃতি
                 নিরালায় বসে ভাবছি এখন
             কেনো হলো তাদের ইতি?

     ইতিবৃত্তের রহস্যটা
                 জ্বালায় আবার দেখি
            ভালোই ছিলাম না ভেবে তা
       আর করি না মাখামাখি।

   মাখামাখি করলে পরে
                 ব্যথাই পেতে হবে
           তাইতো মন ভালোর জন্য
       ভুলে যাওয়াই ভাবে।

   ভাবে এক হয় আর এক
                 এটাই নাকি জীবন
            সবই কিন্তু মন খাঁচাতে
       যত বন্দী বিবরণ।

   বিবরণের ছন্দে গাঁথা
                    শিরোনামটি বাছি
              জীবনে বড় প্রয়োজন
        ছোট্ট একটা কাঁচি।

    কাঁচি যদি সঙ্গে থাকে
               ব্যথাকে দিই কেটে
           ভালো স্মৃতি হোক না আপন
      যা ঝুলছে দেখি ঠোঁটে।

          *********
              *****
                 **
                  !

"৭-২৩-২১"