কে দায়ী
       শম্পা ঘোষ

       সব অস্ত্রই রক্ত ঝরায়
      এতো হিংসার প্রতিশব্দ
     টগবগ করে ফুটছে আগুন
     এখন করবে কাকে জব্দ।

নির্মল বাতাস আসে না সীমানায়
      ফলাফলে সব ভুগছে
    মাথার উপর আকাশ চুম্বী
       ইমারত সব গড়ছে।

"গড়গড়া" ছেড়ে "ই-সিগারেট" টানে
      জোরে ফুসফুসে নেয় দম
   কোথাকার জল কোথায় গড়ায়
        নেই কোনো সংযম।

    পরিবর্তনের উত্তাল স্রোতে
       বিবশ হচ্ছে কি সময়
   সংক্রামিত চেতনা জাগে না
      ঘুমিয়ে রয়েছে কোমায়।

    ধবধবে মন পাবে না খুঁজে
   সব নিকোটিনে হয়েছে ঝাঁঝরা
    অন্যের বায়ূ প্রভাবিত করে
     পচে গেছে দেখো বাজরা।

     মুলুকে মুলুকে জুলুমদারী
        কানকাটা সব বাড়ছে
      সবাই দেখি ক্ষমতা নিয়ে
      হাতাহাতি কেনো করছে?

     শান্তিটাকে দেয় না আমল
        যত ঔদ্বত্যের প্রকাশ
      কালো মেঘ জমছে এসে
       দেখা যায় না আকাশ।

        নির্লজ্জ বেহায়ার দল
     সব কলুষিত করে ছাড়লো
     এ কেমন জীব হুঁশ ছাড়াই
      দিন দিন বেড়ে উঠলো?

          **********
             *******
                 ***
              "৬-৮-২৩"