কে দায়ী
শম্পা ঘোষ
সব অস্ত্রই রক্ত ঝরায়
এতো হিংসার প্রতিশব্দ
টগবগ করে ফুটছে আগুন
এখন করবে কাকে জব্দ।
নির্মল বাতাস আসে না সীমানায়
ফলাফলে সব ভুগছে
মাথার উপর আকাশ চুম্বী
ইমারত সব গড়ছে।
"গড়গড়া" ছেড়ে "ই-সিগারেট" টানে
জোরে ফুসফুসে নেয় দম
কোথাকার জল কোথায় গড়ায়
নেই কোনো সংযম।
পরিবর্তনের উত্তাল স্রোতে
বিবশ হচ্ছে কি সময়
সংক্রামিত চেতনা জাগে না
ঘুমিয়ে রয়েছে কোমায়।
ধবধবে মন পাবে না খুঁজে
সব নিকোটিনে হয়েছে ঝাঁঝরা
অন্যের বায়ূ প্রভাবিত করে
পচে গেছে দেখো বাজরা।
মুলুকে মুলুকে জুলুমদারী
কানকাটা সব বাড়ছে
সবাই দেখি ক্ষমতা নিয়ে
হাতাহাতি কেনো করছে?
শান্তিটাকে দেয় না আমল
যত ঔদ্বত্যের প্রকাশ
কালো মেঘ জমছে এসে
দেখা যায় না আকাশ।
নির্লজ্জ বেহায়ার দল
সব কলুষিত করে ছাড়লো
এ কেমন জীব হুঁশ ছাড়াই
দিন দিন বেড়ে উঠলো?
**********
*******
***
"৬-৮-২৩"
ঘোর কুটিল পন্থ তার, লোভজটিল বন্ধ”- রবীন্দ্রসঙ্গীত।
এ হিংসার শেষ কোথায়
কত দিন চলবে আর এ হায় হায় ?
খুব সুন্দর লিখেছেন । অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
সময়ের সাথে রাখতে তাল
কুমিড় আনতে মানুষ কাটছে খাল
নষ্ট করতে ইচ্ছাকৃত নিজেই নিজের ভাল!
মুগ্ধতা রাখলাম অশেষ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
শেষের দিনের বিভৎস রূপের ছটা
শাসন করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
তাই বর্তমান যুগ এগিয়ে চলেছে সেই অন্তিম ক্ষণে।
প্রিয় কবিবোনকে জানাই অন্তহীন শুভেচ্ছা।
দারুণ প্রাসঙ্গিক এবং বাস্তব সুন্দর কবিতা!!
খুব ভালো থেকো প্রিয় সখী সবাই কে নিয়ে।
অনেক ভালোবাসা রইল তোমার জন্য।
আজ আমার ১৫০০ কবিতা পূর্ণ হচ্ছে।আর একবার দশ মিনিট পরে এসো আমার পাতায় শুভেচ্ছা দিতে।
আমার শুভ যামিনী।
সবার মাঝে আড়ালে থাকে লুকিয়ে!
পাঠান্তে খুবই ভালো লেগেছে হে গুণী জন।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
খুব ভালো লাগলো।। সন্মানিত কবিকে অনেক
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুন সদা।
প্রজ্ঞাবান কবির সুন্দর জীবনবোধের প্রতিবাদী কাব্য পেলাম , মুগ্ধ ।
শুভসন্ধ্যা , শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে । ভাল থেক সদা ।