জুলি ও জুলি" কোথায় তুই গেলি
শম্পা ঘোষ
সবাই আমরা মনের মতো
পরিবেশ খুঁজেই চলি...
হ্যাঁ হ্যাঁ মনের মতো?
তুই কেনো এত বোকারে বুলবুলি?
তোর বুঝতে এত সময় লাগে?
তাহলে এবার বলেই ফেলি...
তুই যেখানে বাগান ভাবিস,
জোর কদমে মারিস শিস,
তোর আড়ালে কারা দেখ না
করছে কেমন ফিসফিস,
আনন্দে নাচনা বসে
দে রে জোরে হাততালি...
পরিবেশ কি হয় রে গোচর?
বুঝতে লাগে অনেক বছর,
খোল নারে তোর চোখের ঠুলি...
এখন সব ভুলে যা,
চুমুকে শেষ কর না চা,
কলমটাকে বন্ধু ভেবে
খাতায় ঢালনা আরো কালি..
হোক না সেটা অন্ধ গলি...
দে বিলিয়ে আলোর ফালি...
তোর মিঠা গলায় গান গেয়ে যা দুকলি...
"জুলি ও জুলি"
কোথায় তুই গেলি?
কি করে তোকে ভুলি?
তুইই আমার আসল বন্ধু ছিলি।
**********
******
**
"১২-৬-২১"