সংঘর্ষ, বিবাদ উঠতে বসতে
     আপোষ করে চায় না বাঁচতে
সহানুভূতি? নিছক একধরনের খেলা
  মনের মধ্যে বাড়ায় শুধুই দুর্বলতা।

কলেজের ক্যান্টিনে বসে সময়ের অপচয়
   চায়ের কাপে চুমুক, কথার থৈই থৈই
উত্তেজিত কয়েকটি যুবক যুবতীর গলা
   টেবিল চাপড়ে মেটায় গায়ের জ্বালা।

  খবরে শোনা দেশের অবাক করা হালচাল
কারোর প্রতিবাদের ভাষা, কারোর চোখ হয় লাল
   সীমাবদ্ধ ক্যাফের চারটি দেওয়াল ঘিরে
    কাটলেটে কামড় কথার ফোয়ারা ঝরে।

  সমাধান করে দেশের ভবিষ্যৎ ভেবে
  শুধু যানে না ওদের ভবিষ্যৎ কি হবে
    ক্রমশ তর্ক চলে বিতর্কের পথে
    কত মত আসে বিরোধের সাথে।

গরম হাওয়া বইতে থাকে শরীরের ভিতর
  খুশির অভাব ঘটে, পায়না তারা উত্তর
কারোর চোখে ভেসে ওঠে বিক্ষোভের আগুন
কেও পারে না বলতে রাগে হয় যে দ্বিগুণ।

চঞ্চল মনে গড়ে ওঠা অস্থিরতার প্রকাশ
হঠাৎ যুবতীর গলায় গানের এক আভাস
  পরিস্থিতি বদলে যায় সময়ের চাপে
বিষন্নতা হারাতে চায় উল্লাসের ধাপে।

          *********
              *****
                **