জঠরের প্রত্যাশায়
               শম্পা ঘোষ

     সমগ্র শাসন এখন ধ্বসে পড়েছে,
       গোটা পৃথিবী এখন টলমলে,
        কে সামলাবে এই রুক্ষতা?
       ক্ষত বিক্ষত হচ্ছে মানবিকতা,
   সভ্যতার খাবল,আধুনিকতার ছোবল-
    তোলে বিস্ফোরনের মতো তীব্রতা,
         ছাই হয়ে গেছে শৃঙ্খলা,
           শান্তি পুড়ে ছারখার,
           সত্য তবে কোথায়?
        কেনো সে মুখ তোলে না?
    আজ মিথ্যার ব্যভিচার কি প্রকট?
              কি তার সাহস?
চুম্বকের মতো টেনে রাখে ধ্বংসের খেলায়...
               অবতার কৈ?
        কেনো জন্মালো না আর?
   পবিত্র জঠর কি আর পাবো না?
                      
          ***********
               *******
                    *
              "৪-৪-২২"