জলপরীর স্বপ্ন
  শম্পা ঘোষ

         চাহিদার পরিধিতে তালা দেওয়া চাবি
          এক মুঠো আনন্দ করেছিলো দাবি
        ম্যাজিকের জটিলতা জানা ছিলো নাকো
        পার হওয়া বড় কঠিন জীবনের সাঁকো
           বৈশাখের উত্তাপে ছায়া খুঁজে চলে
            শান্তি পেতে চায় বসে গাছ তলে
          এক ঘটি জল ঢেলে মেটায় যে তেষ্টা
          হাঁটতে যে হবে পথ করে তার চেষ্টা
          মাটিমাখা ফসলের দাম দিয়ে বাঁচা
          পরিশ্রমের সুফলটা লাগে বড় কাঁচা
            দিনের হিসাবটা বাকি পড়ে রয়
            সময়টা যায় ক্ষয়ে করে শুধু ভয়
          মাথাটাকে উঁচু করে পা ফেলে চলে
           দৃঢ়তায় বুক বাঁধে প্রতি পলে পলে
          ধীরে ধীরে সাহসটা জমা পড়ে খাতে
          স্বপ্নরা জেগে থাকে তারা ভরা রাতে
         খুশবুর মিঠা শ্বাস জোরে জোরে টানে
           ভোরের আলোটা জ্বলে প্রতিদানে
          জলপরী মনটা উঠে আসে ডাঙ্গায়
        ভালোবাসার আশ্বাসে সুখটাকে রাঙায়।

              ***************
                    *********
                        *****
                           **
                            !