জীবন নৈকট্য
শম্পা ঘোষ
দৌড়ে আসা জীবনটা যে আজ
বড়ই পরিশ্রান্ত
মাঝ আঙিনায় দাঁড়িয়ে বলে
ভীষণ আমি ক্লান্ত।
ঘটির জলে মিটালো পিয়াস
সঞ্চয় রইল কিছু
কারা আবার হাতড়ে নিতে
ধরছে দেখি পিছু।
এই দুনিয়ার গোলক ধাঁধায়
স্বার্থ কাঁটা তীব্র
লড়াই করে বাঁচার জন্য
আর কত কি ভাববো?
বড্ড জ্বালায় স্মৃতি এখন
খুলছে শাড়ির ভাঁজ
মাঝে মাঝে জং ধরেছে
ফেটে গেছে খাঁজ।
মসলিন এই ভাবনার ঘরে
বুনবো বসে তাঁত
উপাদানই খুঁজতে গিয়ে
হারিয়ে গেলো রাত।
মূল্য দেবো কেমন করে
ঋনের ভারেই কুঁজো
মন মন্দিরে আশা নিয়ে
করছি তাঁরে পূজো।
শান্তি যদি পাইগো বুকে
পাতবো শীতল-পাটি
আপ্যায়ন করবো এমন
রাখবো না কোনো ত্রুটি।
সত্যি কেনো হয় না এমন
মুক্ত খুশির স্বাদ
নীল জোছনায় ভরিয়ে দেওয়া
ঠিক পূর্ণামার ওই চাঁদ।
কার নিয়মে চলছে এমন
পাল্টে দিচ্ছে ঘড়ি
বনবনিয়ে ঘুরছে কাঁটা
কিভাবে যে ধরি?
জীবন চক্রের রহস্যটা
মায়ার ঘরেই আবদ্ধ
সবটা জেনেও করছি খেলা
মনকে করি শুদ্ধ।
ধক ধক ধক শব্দ করে
বুকের ভিতর যন্ত্র
জীবন তো বাঁচার জন্য
তাই আওড়ে চলি মন্ত্র।
**********
******
**
"২-২৪-২৩"