জেগে ওঠে আরোহী
শম্পা ঘোষ
কি স্যার এখনো কি
আপনার সেই স্বভাব
গেলো না,
নোট দেবার নাম করে
ছাত্রিদের ঠকানো...
তাই সুন্দরী আরোহীর প্রতি
নজর পড়লো তার...
দলের মধ্যে নয়
স্পেশাল এটেনশান,
নির্জন নিরিবিলি ফ্লাটে
পড়ানোর অফার...
ছাত্রির ধারণাতে ভুল ছিলো না,
সেও তৈরী ছিলো
ভাইরাল হলো ঘটনা...
মিডিয়া মুখর
প্রশ্নের পর প্রশ্ন,
এতদিনের অধ্যপনা
জলে গেলো স্যার...
এর পর অসংখ্য মেয়ে মুখ খুললো
একে একে নিয়ে এলো তাদের অভিযোগ
কি হয়ে ছিলো হাল,
ভয়ে পারেনি বলতে
সকল মেয়ের হয়ে
ওরা আজ আরোহীকে কুর্নিশ জানাই।
**************
************
********
****
*