জীবন,একটা যুদ্ধের ক্ষেত
সদাই আছে ভয়
ঢাল,তরোয়াল নেইকো সাথে
করতে হবে জয়।
জীবনে,দেখি দুঃখের বোঝা
লুকানো থাকে কান্না
সুখ যদি পাওগো খুঁজে
আদর করে ধরোনা।
জীবনে, আছে চিন্তার স্তর
অবিরত হয় ক্ষয়
ঘাতপ্রতিঘাতের নিত্য লড়ায়ে
জীবন কি থেমে রয়?
জীবন,মানে একটু হাসি
বুকের ভিতর বেদনা
কখন দেখি উঠবে রুখে
খুলবে মনের ঢাকনা।
জীবন,কখনো ভাঙতে চায়
আবার কখনো গড়ে
ভাঙাগড়ার নিত্য খেলায়
জীবনই কেবল মরে।
জীবন,তোমাকে আঘাত দেবে
চৌচির হবে বুক
শেখাবে তোমায় করো সংগ্রাম
কোরো না নত মুখ।
জীবনে,উঠবে অশান্ত ঢেউ
মাঝে মাঝে হবে শান্ত
উথাল পাথাল তরঙ্গতে
হয়ে পড়ে দেখি ক্লান্ত।
জীবনে, আসে দিনের আলো
আসে সেখানে রাত্রি
কখনো বলবে একলা চলো
ওগো পথের যাত্রী।
জীবন, কেবল দৌড়ে বেড়ায়
প্রতিপদে পায় শিক্ষা
যদি কখনো থামবো বলে
আর পাবে না রক্ষা।
জীবন,মানে বাঁচার আশা
করতে হবে পূর্ণ
সবকিছু নাইবা পেলে
জীবনে থাকুক কিছু শূন্য।
জীবন কেবল হারতে চায়
যদি জেতে অবশেষে
পাওয়ার চেয়ে বড় পাওয়া
যাও ভালোবেসে শুধু ভালোবেসে।
************
********
*****