জীবন আনন্দের গ্রন্থ
শম্পা ঘোষ
এক মুঠো সুখ দাও না মোরে
যত্ন করে রাখি
সময় বলে ওরে বাছা
আজ ধার করে নে বাকি।
কি আজব কথা রে ভাই
শুনিনি কখনো আগে
সুখ নাকি ধারে চলে
কে দেবে রে ভাগে।
ঐ যে তোরা বলিস যারে
অগাধ ধনের রাশি
তার ঘরে সুখ নাকি কয়
ঝরছে বেশি বেশি।
গেলাম সেথায় বললাম খুলে
দেবে গো একটু সুখ
তারা তখন শুনে কথায়
ঘুরিয়ে নিলো মুখ।
সময় হলে তোমাদের আমি
ডবল সুদ দেবো
মালিক বলে আস্ত পাগল
এখান থেকে ভাগো।
কি ফ্যাসাদে পড়েছি আমি
ঘুরছি দ্বোরে দ্বোরে
পা যে আমার গেছে ফুলে
সে যে নাহি নড়ে।
ক্লান্ত হয়ে বসে আছি
শান্ত গাছের ছায়ে
উদাস বাউল মনের সুখে
কি যেনো গান গাহে।
তারেও বলি ওগো বাউল
কোথায় তোমার বাস
সুখ যে তোমার প্রাণের ভিতর
নিচ্ছে জোরে শ্বাস।
বাউল সাঁই বলে আমায়
কেনো খঁজিস সুখ
তার নেশাতে বাড়বে বড়ই
মনের ভিতর দুখ।
চঞ্চল মন শান্ত হলো
নামলো বুকের বোঝা
একতারাতে গান ধরে আজ
চলছি পথ সোজা।
ওগো সময় বলি তোমায়
খুঁজে পেয়েছি মন্ত্র
সুখের সংজ্ঞা বুঝে গেছি
মন জীবন আনন্দের গ্রন্থ।
মলাট খুলে চোখ বোলালে
সুর খুঁজে নেয় স্বরগম
মনের রেওয়াজ করি বসে
তাই মঙ্গল থেকে সোম।
*******************
**************
*********
****
!!!