চাওয়া পাওয়ার ইচ্ছেগুলো
রইল শিকেয় তোলা
নিঃস্বার্থ জীবন কাটায়
দুচোখ রাখে খোলা।

   দায়িত্ব আর কর্তব্য
   চাপে কাঁধের উপর
সংসারে নিয়মে ভারে
     হয় যে কাতর।

লতা হয়ে কান্ড ভেবে
জড়িয়ে ছিলো যাকে
প্রচন্ড এক ঘূর্ণি ঝড়ে
উপড়ে দিলো তাকে।

শুকনো লতা অবহেলায়
   মাটির উপর লুটায়
দুটি চারাগাছ আঁকড়ে ধরে
জোর করে তাকে ওঠায়।

কান্ডারী কৌ মাঝ নদীতে
   নৌকা যখন ভাসে
তলিয়ে যাবার ভয় পেয়ে সে
   দাঁড় টানতে বসে।

সঙ্গে আছে কচি কচি
    ছোট্ট দুটি মুখ
বাঁচতে হবে ওদের জন্য
  দেখে স্বপ্নের সুখ।

ধীরে ধীরে সরতে থাকে
  কালো মেঘের ভিড়
বুকের মধ্যে শত বোঝা
  বিঁধে ধনুকের তীর।

শূন্য বক্ষে দুঃখের বাসা
হাঁপিয়ে ওঠে চোখের জল
নিঃসঙ্গ জীবন কাটাবে
কোথায় পাবে মনের বল?

চলন্ত এই পৃথিবীতে
সময় গেছে থেমে
বাঁচার কোনো উৎস পেলে
হতাশা যাবে কমে।

   ************
     *********
         *****