ইচ্ছার কভু হয় না মরণ শুধু চাপা পড়ে রয়
অভ্যাসগুলো গলা টিপে ধরে করছে তারে ক্ষয়
সময় আসলে উঁকি মারে দেখি
উড়ার স্বপ্ন নিয়ে ফেলে ঝুকি
সফল হওয়ার আশায় সদাই পায় যে ভয়।
************
********
****
*