হাসতে শেখো বাঁচার মত
শম্পা ঘোষ
একটা কথা শুধুই ভাবি
কেনো মানুষ
এত অসহায়,
যার আছে সব কিছু
কেনো সে আরো আরো চায়।
কি বিচিত্র এই পৃথিবী
মানুষ ভুলে গেছে
তাই হাসি আজ
নানা ছলনায় নানা প্রতারণায়
করে চলে কত কত কাজ।
পয়সা বিলিয়ে বানায় বাগান
কাননে দেখো
ফুলের বাহার,
সৌন্দর্য,গন্ধ নেয় না কখনো
সাজানো আছে শুধু লোক দেখার।
মুহূর্ত কখন যায় হারিয়ে
যা ছিলো এক
অমূল্য আধার,
জেনেও কেনো করে অবহেলা
নেশার ঘোরে ছুটছে আবার।
পাশাপাশি বসে হয় না আলাপ
ভাঙ্গছে মানুষ
সেই সম্পর্কটাই,
জীবন যে এক ছোট্ট গুঁড়ি
একদিন পুড়ে হবে যে ছাই।