হাড়িকাঠ
         শম্পা ঘোষ

    শাম্বো কিছু বলবে কথা
    রাম্বো এসে করায় চুপ,
      মোগাম্বো খুশ হোয়া
     বসে বসে খাচ্ছে সুপ।

    তিন দলেরই একই নীতি
    বাড়াতে হবে টাকার স্তূপ,
   তাই তো তারা যে যার মত
     রঙ মেখে নিয়েছে রূপ।

       জনগণও অতিষ্ঠ হয়
     এ কেমন ধারা গন্ধ ধূপ,
     বাতাসটাকে করছে ভারী
     ঠিক যনো এক অন্ধ কূপ।

     রাস্তা খুঁজে পায় না তারা
      ঘুরেই চলে এমন লুপ,
      চিৎকারটা করেই চলে
     বাঁচার জন্য হুপ হুপ হুপ।

   রাজনীতির এই খেলা যেনো
      নাচের ছলে হুলা হুপ,
   তাতে এখন কোমড় দোলায়
       কত কত কত গ্রুপ।

     যজ্ঞ চলে জোর কদমে
     আগুনে ঘি টুপ টুপ টুপ,
    সামনে আছে দাঁড় করানো
      ভোটের জন্য বৃহৎ যূপ।

         **********
               *****
            "৬-২২-২৩"