হারিয়ে যাওয়া স্মৃতি, বুকেতে রইল স্থিতি
শম্পা ঘোষ
প্রিয় চন্দন,
করধ্বনি পড়লো যখন,
মঞ্চের উপর দাঁড়িয়ে তখন
বাহবা তো অনেক পেলে
প্রথম পুরস্কার হাতে নিলে
আমি ছিলাম দূরে বসে
আনন্দেতে মুখ যে হাসে
তবে, তোমার পাশে কে ঐ মেয়ে
কোথা থেকে আসলো ধেয়ে
ঘনিষ্ঠতা এতই নিবিড়
হয়ে উঠলে খুবই অস্থির
শুনতে পেলাম তোমার গলা
আমায় করলে অবহেলা।
তোমার আমার স্বপ্ন তবে মিথ্যা হলো এক নিমিষে]
মনে পড়ে চন্দন,
রোজ বিকেলে গঙ্গার ধারে
কাটতো সময় গল্প করে
তোমার মাথা থাকতো কোলে
স্তব্ধ ভাঙতো নদীর জলে
মিষ্টি মিষ্টি কথার ভাঁজে
হারিয়ে যেতাম চোখটি বুজে
মুগ্ধ করতো তোমার গলা
সাজানো গোছানো কথা বলা
প্রদীপের ঐ শিখার মত
আশা জাগানো আলো যত
আমার প্রেরণায় উদুবদ্ধ হলে
এগিয়ে যাবার পথটি পেলে
আজ সুনাম দেখি চারিদিকে
ফ্যান হয়েছে ঝাঁকে ঝাঁকে
খুশির ঝলকে পুলক জাগে
কথা দিলে তুমি আমার হবে।
[ তবে চন্দন,কোথায় গলো তোমার সেই প্রতিশ্রুতি?]
সারা জীবনের সঙ্গী হবো
দুহাত ধরে এগিয়ে যাবো
পূর্ণিমার ঐ আলোর মত
স্বপ্ন জাগালে মনে কত
আস্তে আস্তে দূরে সরা
ভাঙতে ভাঙতে টুকরো করা।
[ তোমার আমার ভালোবাসা হারিয়ে গেলো কোন সে ঝরে?]
সম্পর্ক হয় তখন গড়া
দুটি মনে বাঁধে বেড়া
আমার কোনো ছিল না ফাঁকি
তোমার ব্যথা কিভাবে রুখি।
[চন্দন, জানতে বড়ো ইচ্ছা করে]
তোমার চোখে তোমার দেখায় আমার স্থান কোথায় ছিলো?
অভিনয় জগতে থেকে আজ তোমার অভিনয়টা রপ্ত হলো
বন্ধ ঘরে অন্ধকারে বালিশ চেপে কান্না সওয়া
শক্ত হাতে মুক্তি দিলাম বাকি জীবন আনন্দেতে বাঁচতে চাওয়া।
ইতি তোমার মুছে যাওয়া স্মৃতি
************
********
******
***