হারায় ছন্দ
                     শম্পা ঘোষ

              গোটা পদ্ধতিটাই রোগে জর্জরিত
            কপট,ছল নানাভাবে প্রচারিত
          কোনো ওষুধেই হবে না সুস্থ
        দেখি শান্তি হারা সবাই দুস্থ
       ভীত ভয়ে থাকে যে তটস্থ,
     পঙ্গু হয়েছে বিবেকবোধ
    সব রাস্তাই অবরোধ
   ফুঁড়ে ওঠে বিরোধ
  ঝঞ্ঝাট আর ক্রোধ
কে করবে প্রতিরোধ,
কোথায় পাবে স্কন্ধ
চোখ করেছে বন্ধ
সবাই এখন অন্ধ
সময়টাই মন্দ
হারায় ছন্দ।

   ****
     **
      *
"৪-২-২২"