হারায় ছন্দ
শম্পা ঘোষ
গোটা পদ্ধতিটাই রোগে জর্জরিত
কপট,ছল নানাভাবে প্রচারিত
কোনো ওষুধেই হবে না সুস্থ
দেখি শান্তি হারা সবাই দুস্থ
ভীত ভয়ে থাকে যে তটস্থ,
পঙ্গু হয়েছে বিবেকবোধ
সব রাস্তাই অবরোধ
ফুঁড়ে ওঠে বিরোধ
ঝঞ্ঝাট আর ক্রোধ
কে করবে প্রতিরোধ,
কোথায় পাবে স্কন্ধ
চোখ করেছে বন্ধ
সবাই এখন অন্ধ
সময়টাই মন্দ
হারায় ছন্দ।
****
**
*
"৪-২-২২"
আন্তরিক শুভেচ্ছা
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল কবিতার পাতায় । শুভ কামনা রইল শ্রদ্ধেয় বরেণ্য জ্ঞানবান কবি ।
সমাজের চলমান প্রতিফলন ।দারুন অনবদ্য
তাতে জাগছে কি আর বোধ ?
মনে ভিতর পুষছে যেন হিংসা ঘৃণা ক্রোধ !
খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
হারাবেই যে সময় শেষে ছন্দ!
সঠিক উপলব্ধিতে অনন্য সৃজন।
সময়ের সাবলিল উচ্চারণ সম্মানিত কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
প্রতিবাদের আগুন জ্বালিয়ে আবেগের রঙে রাঙানো অনিন্দ্য সুন্দর কবিতা উপহার হিসেবে দেয়ার জন্য ধন্যবাদ
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
মানবতা হলো অন্ধ !
আন্তরিকতা হয়েছে পুঙ্গু ,
কর্তব্য হয়েছে বন্ধ !
প্রিয় কবিকে অশেষ শুভেচ্ছা জানাই !
ভালো থাকুন সবসময় !
জীবন কেমন উৎস হারা
তবুও তুলেছি স্কন্ধে মই
উপরে যাবার উপায় কই?
অনবদ্য অবয়বে রূপকে প্রতিবাদী কবিতা।
শুভেচ্ছা জানাই প্রিয় কবিবোনকে অন্তহীন।
রূপকে ভাবে এক অসামান্য চিত্রায়ণ।
বেশ সুন্দর আলেখ্য
ফুঁড়ে ওঠে বিরোধ"
খেদ ভরা জীবনবোধের , অপূর্ব মধুর ছন্দ কাব্য প্রকাশ, মুগ্ধ ।
শুভসন্ধ্যা , অশেষ অশেষ শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে জানাই । ভাল থেক সদা ।
শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি।
খুব, খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।