হাঁদু ভুঁদুর গপ্প
শম্পা ঘোষ
একসময় হাঁদুর সাথে ভুঁদু
থাকতো- এমনভাবে লেপ্টে,
দেখে সকলে বলতো যমজ
ওদের দেখো না একটু চিমটে?
গলায় গলায় সেকি ভাব
উঠতো- বসতো একসাথে,
খাবর সময় হতো বিনিময়
এর খাবার ওর পাতে।
হঠাৎ করে বদলে গেলো
তারা- হাঁটে এখন দুই মুখে,
মুখের ভাব দেখলে পরে
বুঝেই যাবে নেই সুখে।
সময় এখন বলছে কথা
বন্ধু-এখন শত্রু হয়,
মনে মনে খাচ্ছে কলা
ওরা ভাবনা বুনে হচ্ছে ক্ষয়।
দুজনেতেই বড়ই মুখর
ছুড়েই-চলে ময়লা কাদা,
ঘাটছে এখন জোর কদমে
মন খানি আর নেইকো সাদা।
দুই হেঁড়েলে ভীষণ দাপট
অতিষ্ঠ-হয় সবাই আজ,
দোষ ধরতে ব্যস্ত দুজন
তাছাড়া যে নেইকো কাজ।
এমন খেলায় নাম লেখালো
দেখাবে-এবার যে যার রূপ,
অন্য ভায়া কম কি যায়
উল্টো জবাব করায় চুপ।
জোর কদমে চলছে খেলা
টিকিট-পেলো দুই জনে,
দলের নাম ভিন্ন এখন
আগুন ছড়ায় গনগনে।
সবাই কিন্তু সাক্ষী থাকে
এবার-তারা নেতা হয়,
জনগণের ভোটটি পেয়ে
আজকে দেখুন করছে জয়।
হাঁদুর মুখে লাভলি শোনেন
ভুঁদুও-বলে ও সোনা,
ওরা এখন দাপিয়ে বেড়ায়
পরগোনা টু বলগোনা।
*******
***
*
"৪-৮-২০"