গুনকে নয় গুণকে দেখো
শম্পা ঘোষ

উদার হওয়া কি
এতই সহজ
তাই পক্ষপাতিত্ব
হয়েই পড়ে,
চোখ বুজে নাম শুনেই
বলে দেয় দারুণ!
গুণ বিচার করার তো
নেইকো কিছু,
ও তো আমায় দেখে
আমি ওকে
ঠিক অনেকটা
ব্যবসার মত...করে যারা,

এই তো পলিসি
ভাগ্য থাকলে
ঢুকতে পারবে
না হলে কোণঠাসা...হয়ো না মনমরা,

তবে সত্যিকারের
গুণ বিচার কি
ওইভাবে হয়?
চোখ থাকবে,বোধ থাকবে,
জ্ঞান থাকবে,মন থাকবে
জানতে হবে,বুঝতে হবে
তবেই তো...বিচারক...মানে করা,

অতোগুলো সংমিশ্রণ কি
সচরাচক দেখা যায়?
কয়েকটার ঘাটতি ঘটলেই
বিচারে অন্য ফল...কাটবে না ফাড়া,

গুণ পড়ে চাপা
মুখ বুজে কি
সহ্য করা যায়?
যদি করো প্রতিবাদ
সেখানেও পাবে না গলা
চারিদিকে ফিসফিস আওয়াজ
বাতাসে বাতাসে...হয়ে যায় বোঝাপড়া,

নিজেকেই লড়তে হবে
অন্যকে ভেবে নয়
গুণের মর্যাদা পাবে কোথাও না কোথাও
যদি বিশ্বাস থাকে দৃঢ়
নিজের পায়ের উপর থেকো...শুধু খাড়া।

       ****************
          ************
              ********
                  ****
                     *