তৃষ্ণা থাকা মনের ভিতর
দুঃখ পেয়ে হয় যে কাতর
একটুখানি সুখের খোঁজে
আঁকড়ে ধরে চোখটি বোজে,
বিশ্বাসকে সঙ্গী করে
ভালোবাসা দিয়ে বাঁধলো জোরে
জীবন যখন হাওয়ায় উড়ে
হৃদয় ভাঙে একটি ঝড়ে,
শপথ রাখা প্রতিশ্রুতি
চূর্ণ করে সব উক্তি
চোখের ভাষা যায় না পড়া
কথা শোনায় কড়াকড়া,
শুকনো গাছে জল ছিটানো
বাঁচতে চাওয়ার লোভ দেখানো
নিঃস্ব হয়ে উজাড় করে
নিংড়ে নেওয়া হৃদয়টারে,
সমর্পণের অজুহাতে
দিলাম তুলে তারই মতে
নারী হয়ে একটু চাওয়া
সব কিছুতে মানিয়ে নেওয়া,
সংস্কার আর রীতি নীতি
ছায়ার মত গাই যে গীতি
অবহেলা উঠলো জেগে
আদেশ,উপদেশ প্রবল বেগে,
ক্ষয়তে থাকে ভরসার স্তূপ
আশ্বাসেরা থাকে নিশ্চুপ
মতের চেয়ে অমত বেশি
ভুল করে যায় রাশি রাশি,
আঘাতগুলো বুকের মাঝে
জমাট বাঁধে মুখটি বুজে
রক্ষা করার নেইকো উপায়
সম্পর্ক দূরে সরে যায়।
****************
***********
******
এটি একটি ম্যাগাজিনে পূর্বে প্রকাশিত হয়েছে।