গন্ডগোল
শম্পা ঘোষ
না পাওয়ার হিসাবটা যদি রাখো কষে
জীবনটা বৃথা যাবে শুধু বসে বসে
মন বলে ওরে ভাই
আমার যে সব চাই
অবশেষে মাথা খুড়ে একে ওকে দোষে।
*******
***
"৪-৩-১৮"
কে উদার
শম্পা ঘোষ
আঁধারো ও নিজেকে বলে এতো অন্ধকার?
আমি এর থেকে হতে চাই বার
আলো তখন মুচকে হাসে
মতামত দেয় ভালোবেসে
ওরে তোর জন্যই তো আমি এতো উদার।
**********
*****
(৬-১৪-১৮)
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।
নতুন দিলে গিট,
জীবনটা তার হয় না কভূ
তৃপ্তে সুপার হিট!
সুন্দর দু’টি লিমেরিক প্রিয় কবি!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
দুরন্ত দুর্দান্ত!!
প্রথমটিও অতি সুন্দর!
খুব ভালো থেকো সখী আর এমন মধু মাখা কাব্য লিখে চলো।
অনেক ভালোবাসা রেখে গেলাম তোমার জন্য। সবাই কে নিয়ে ভালো থেকো।
শুভ নিশি যামিনী।
ভালো থাকবেন কবি। শুভ রাত্রি।
শুভসন্ধ্যা , হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
লিমেরিকে সার্থক প্রতিভাস...
স্বয়ংপ্রভা***
আঁধার ঢাকতে চাই আলো-
অথবা বাসুক কেউ ভালো।
জীবনবোধের অনন্য ভাবনার খুব সুন্দর কবিতাগুচ্ছ। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
হিসেবটা মিলিয়ে নেবে জীবনের শেষ !"
2)অন্ধকার নিজেকে নিজে ভয় করে ,
তাই নিজ চরিত্র ফেলে আলোকে জড়িয়ে ধরে !"
দুটি কাব্যই চমৎকার ! খুব ভালো থাকুন !