গল্পটা মিলছে কি?
শম্পা ঘোষ
ঢং ঢং ঘড়িতে রাত বারোটা
অলস দেহটা শয্যায় তোড়জোড়
নিদ্রাদেবীর প্রাদুর্ভাব
ধপ করে শব্দ
বাবাগো, মরে গেলামগো...
ফুরুত করে নিদ্রাদেবীর পলায়ন
নন্দিনী আলো জ্বালায়
প্রকাশ মেঝেতে পড়ে
নন্দিনীর হাসি পায়,ভয়ও করে
প্রকাশ কোনো রকমে বিছানায় এসে বসে
এক গ্লাস জল আর একটা এডভিল দেওয়া হলো
ব্যথা কমানোর জন্য
শুনতে চাইলাম,শুরু হলো তত্ত্বকথা,মানে আসল কথা
আরে একটা স্বপ্ন দেখছিলাম...
মাধুরী দীক্ষিত খুব নাচছে,
তাই নাচতে গিয়ে...
শুনে নন্দিনীর মেজাজ গেলো চটে
বলি তোমার কি ভীমরতি হয়েছে
প্রতি রাতে এক একটা নায়িকার সঙ্গে নাচতে যাওয়া
কদিন আগে ক্যাটরিনার সাথে...
সারাক্ষণ হিন্দী সিনেমা দেখা
নাও বোঝো ওর ঠেলা
বউ থাকতে ওদের সঙ্গে,ঠিক হয়েছে...
কেনেগো আমাকে নিয়ে নাচতে ইচ্ছে করে না?
আমার রূপ কি ওদের চেয় কম?
আমাকে কেও বলেছে শতাব্দীর মত,কেও বলেছে বিদ্যা বালান
কেও নার্গিস,কেও সুচিত্রা সেন!!
এমন কি তুমিও...
একই দেহে এত জনের আবির্ভাব...
ওদের মত মেকআপ আর প্লাস্টিক সার্জারীর সহযোগীতা থাকলে
আমি স্বর্গের রম্ভা বা উর্বশী হয়ে যেতাম
আলোটা নিভিয়ে দিচ্ছি
শুয়ে পড়ো লক্ষীটি।
বেশ কিছুদিন পর প্রকাশ,
চায়ে চুমুক দিতে গিয়ে বলে
বিস্ময় একটা থেকেই গেছে
আমি পড়ে গিয়েছিলাম না কেউ...
রান্নাঘর থেকে নন্দিনী দাঁত চিবোতে চিবোতে
বিজ বিজ করে বলে এবার হলে
গলা টিপবো।
************************
*****************
***********
********
****