গল্প বলি শোনো
            শম্পা ঘোষ

     মানের কদর পায় না দাম
       ঘুরছে স্বার্থ ডায়ে বাম।
      রঙ বদলের তকমা গায়ে
     মিলছে এবার ভায়ে ভায়ে।
      রক্তশূন্য এনিমিকের দল
     কোথায় পাচ্ছে এমনটি বল?
         মাথা ঘোরা পান্ডু রঙ
     রোগের আবার কত যে ঢঙ।
       কাঁচকলাতে বাড়ায় দম
      কাজের হিসাব বড়ই কম।
       রক্তচাপের গল্প শোনায়
      ওষুধ খাচ্ছে জনায় জনায়।
          ঝাঁপার মন্ত্র গোপনে
         তাসা বাজায় ঝাপানে।
       কুড় কুড়াকুড় দিচ্ছে তাল
     সাঁতলে তোলে ফোড়ন ডাল।
        গন্ধ আছে নেইকো স্বাদ
      খাওয়া থেকে পড়লো বাদ।
        হিজির বিজির কাটাকুটি
       খেলা তো নয় ফাটাফাটি।
          ঝাঁট দিয়ে রক্ত ধই
      তাকত করতে চায় যে কই।
       পকুরের জল হয় শুকনো
      মেজাজ তাই বড় রুগ্ন।
         ঢং করে ঘন্টা পড়ে
       বেল তলায় কারা নড়ে?
       তোরা আমাদের বাঁচারে
         খুলে গেছে কাছারে।
       নকল কান্নায় দিলো ঢব
        আহা আহা করলো সব।
        তেল মাখালো গায়েতে
        কেউ মাখালো পায়েতে।
        চাঙ্গা হয়ে উঠলো যেই
     নাচছে দেখো ধেই ধেই ধেই।
      এই তো নীতির এমন ধারা
        ছাগল দেখি আছে ছাড়া।
        নটে গাছটি খায় মুড়িয়ে
       আমার গল্প যায় ফুরিয়ে।

               *******
                   ***
                "৬-৬-২১"