গলে যায় মম
শম্পা ঘোষ
এই পৃথিবীর গগন তলে
তুমি,আমি এই যে আপন
বলছি আমি,শুনছো তুমি
শরীর জুড়ে কি যে কাঁপন?
মোমবাতিটা গলছে গলুক
পর্দাগুলোও হাওয়ায় ওড়ে
গল্প কথায় বান ডেকেছে
স্মৃতির গাঙে উপছে পড়ে।
নিদ্রাহীন এই রাত্রিযাপন
জ্যোৎস্নার আলো ছিটকে আসে
মধুর প্রেমে গা ভাসিয়ে
তুমিই থাকো আমার পাশে।
আজ বসন্তের সমীরণে
মিষ্টি ফুলের মাদকতা
কুহু কুহু রব উঠেছে
মন মঞ্জরীর সুগন্ধতা।
চোখের ডগায় স্বপ্ন ভরে
ফুলদানীর ওই ফুলের মত
টাটকা,সজীব করতে জীবন
সুখ খুঁজে নেয় শত শত।
রাত্রি বলছে এবার আসি
ভোর হয়েছে ওই যে দেখো
সময়টাকে বলছি হেঁকে
বন্ধু হয়ে একটু থাকো?
দিন চলে যায়,মাস চলে যায়
বছর গেছে বহু বছর
সেই রাতটি মনের মাঝে
রঙিন সুখের আজও দোসর।
বারবার তাই ফুটে ওঠে
শিমুল,পলাশ ফুলের আবেগ
মন বসন্তে রাঙিয়ে তোলে
প্রেমটি হয়ে আবার জাগে।
সব ঋতুরই গোলের মাঝে
বসন্ততো আসে ধরায়
মনের মাঝে তেমনিই প্রেম
আগলে ধরে একটু জড়ায়।
**********
*****
!
"২-২৪-২২"