ঘটিরাম শুধরে যাও
শম্পা ঘোষ
আলতো করে দাও বুঝিয়ে
তুমি আমাকে মারছো ঠোকা
ঠোকার ভিতর লুকানো আছে
তুমি একটি মস্ত বোকা।
বোকা বলে পার পেয়ে যাও
বারবার তাই আঘাত হেনে
একদিন ভাই বুঝিয়ে দেবো
এ সবের কি আসল মানে।
মানে বোঝার বোধ হবে কি
তুমি একটি আস্ত গাধা
গাধা যদি হও গো তুমি
মনটা করো একটু সাদা।
সাদা-কালোর তফাত খোঁজো
নিজেই থাকো অন্ধকারে
অন্ধকারে হাতড়ে তুমি
আসবে কোন উপকারে।
রাজনীতি করতে হলে
জানতে হবে লয়ের(আইন)বাঁধন
সংবিধানকে পড়তে হবে
করতে হবে অনুশীলন।
রাস্তার লোকটিকে ভাই
করো যদি তোমার নেতা
সব শুষে ভাবে যে সে
বলবে আমি তোমার পিতা।
অনুশীলন করবে কারা
শিক্ষা নেই যাদের কোনো
বসে বসে শোনো এবার
ওদের কথা কেবল মানো।
ঠান্ডায় জমার কথা
বিদ্রুপ তুমি করছো কাকে
যারা গরমে মরছে গলে
শাক দিয়ে তাই মাছকে ঢাকে।
উপকারের কথাই যখন
এলো তবে খুলেই বলি
গোটা বিশ্বে সবাই জানে
রাজার আছে দয়ার ঝুলি।
****************
************
*********
*****
**