ঘড়ির কাঁটা টিক টিক টিক
শম্পা ঘোষ
বেশ কিছু জন... ঐ দেওয়ালে...
টাঙানো ঘড়ির কাঁটার ;
বৃত্তাকারকে দেখতে,দেখতে...
কখন অবশ হয়ে যায়...
আর...তাদের,হিপনোটিজম ভাবনাগুলো...
স্মৃতি মন্থনের বেড়াজালে আটকে পড়ে...
ঘুম আর ভাঙে না...
খাতায়,খাতায়...
আঁচড়ে,আঁচড়ে ভরিয়ে দেয়...
গত কালের সুস্বাদু খাবারের,
ঢেঁকুর তুলেই তৃপ্তি...
আজ আর আগামী...
উপবাসেই কাটবে ;
কে জানে...ঘুম ভাঙলে...
হয়তো পরিবর্তন...
মানুষের মন তো...
হরি...হরি।
*************
***********
********
******
&&&
&