ঝাঁপি
             শম্পা ঘোষ

     সব ভালোরা ভালো থাকার
           নেইকো রে নিস্তার,
      এদিক ওদিক ছিটকে পড়ে
           করছে কি বিস্তার?

     আজকে ভালো,কালকে ভালো
             পরশু দেয় খিল,
         হঠাৎ করে পিছন থেকে
            কে মারলো ঢিল?

        ভালো থাকার উপায়গুলো
             কেউ বলেনি খুলে,
        নিজেই নিজেকে গুছিয়ে রাখি
             মন বিছানায় তুলে।

       চোখ যে এখন ভালোর  মধ্যে
              ঘরেই করে বাস,
          চৌকাটটা ডিঙ্গিয়ে দেখি
           চলে বাইরে উপহাস।

        ভালোর খোঁজে একলা চলার
               পথটি বাছি যেই,
           হাজার বাণ আসছে ছুটে
             বিঁধছে যেনো কেউ।

          বাইরে দেখি ভিতর দেখি
               ভালোভাবে বাঁচা,
            হঠাৎ করে শরীর জুড়ে
            কে দিলো গো খোঁচা?

          ভালো থাকার মন্ত্র একটাই
               সুস্থ থাকার ফল,
         এতো ভালো থেকেও কেনো
               গায়ে পাই না বল

          ভালোর ভালো কি যে ভালো
                কাঁধে এখন বোঝা,
          কোন ভালোটা আসল ভালো
            জীবনে চলেই শুধু খোঁজা?

              *************
                     *******
                     "২-২৪-২৩"