গন্ধ বিলিয়ে শ্বাসেতে মিলিয়ে
শম্পা ঘোষ
দূষণ করবে কে প্রতিরোধ
হারিয়ে গেছে সব বোধ
মনে মনে হয় ক্রোধ
আজ বারুদে ঢাকে রোদ।
উৎসবের আনন্দ
হাওয়া ভরা গন্ধ
নাচে তালে ছন্দ
শব্দতে কান বন্ধ।
রোশনাই আলোতে
সেজে ওঠে গলিতে
বাড়িতে বাড়িতে
প্রদীপ আর বাতিতে।
আলোর এই উৎসব আলোতেই থাক না
দূষিত বাজিতে শ্বাসরোধ কোরো না
মানুষের ক্ষতি করে পরে আর ভেবো না
সব কিছু শেষ হলে বসে বসে কেঁদো না।
********************
*****************
*************
********
****
**
*